রায়না ১: রায়না এক ও দুই ব্লকের একাধিক এলাকায় ঘুরে দেখলেন এস আই আর প্রক্রিয়ার কাজ বিধায়িকা
গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া আর তাতে করি সাধারণ মানুষেরা যাতে প্রত্যেকটা মানুষ এসআইআর প্রক্রিয়া থেকে বাদ না যায় বৈধ ফোটা যাতে কোনো রকম ভাবেই সমস্যায় না পড়ে তার জন্যই বিএলএ ২ যারা রয়েছে তাদের সাথে কথা বলার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন বিধায়িকা।