পূর্বস্থলী ১: পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় নসরতপুর পারুল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে কড়া নিরাপত্তা, এডমিট কার্ড খতিয়ে দেখলেন IC
আজ রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে পুলিশের কনস্টেবল নিয়োগ এর পরীক্ষা। সেই মতন নাদনঘাট থানা এলাকায় তিনটি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এদিন রবিবার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢুকানোর আগে পুলিশের কড়া নিরাপত্তা চোখে পড়ল নসরতপুর পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থীদের এডমিট কার্ড খতিয়ে দেখলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। এছাড়াও পুলিশের তরফে বই, খাতা, ডিজিটাল ঘড়ি, পেন কোন কিছু নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।