শুক্রবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সূর্য মোর চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকায় ওই যুবককে আটক করে তল্লাশি চালাতে গিয়ে তার কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য গুলো দেখতে পায় পুলিশ।। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাপ যোগ করে দেখা যায় তার কাছে ৫৩.২৫ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে। এরপর নির্দিষ্টধারা মামলার রুজু করে গ্রেফতার করে পুলিশ।