কাটা ধান ট্রাক্টরের উপরে চেপে লোড দেওয়ার সময় উপর দিয়ে যাওয়া ১১ হাজারের হাইটেনশন তারে হাত লেগে মৃত্যু যুবকের। মৃত ওই যুবকের নাম প্রশান্ত সোরেন (২৮)। বাড়ি বড় বহরকুলি শানপুকুর এলাকায়। এদিন বুধবার সকালে কালনা দু'নম্বর ব্লকের বাদলা এলাকায় ধান কাটার পর সেটি ট্রাক্টর গাড়ির ওপরে চেপে লোড দিচ্ছিলেন। এমন সময় তার হাত লেগে যায় ওপরে থাকা তারে ঘটনা স্থলের তিনি গুরুত্বর জখম হন। তাকে উদ্ধার করে প্রথমে চা -গ্রাম হসপিটালে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় তার।