মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠিত হলো একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের উদ্যোগে অন্নদাতা উৎসব।এদিন ব্যাংকের পক্ষ থেকে কৃষকদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর সাবলু বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাঙ্কের নিশিগঞ্জ শাখার ম্যানেজার দিব্যেন্দু সরকার সহ অন্যান্যরা।উপস্থিত ব্যাক্তিবর্গরা জানান কৃষকদের শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।