জন্মদিনে খেলতে গিয়ে নানুরে ছোট্ট জান্নাতের হলো করুণ পরিণতি।জানা গেছে, উচকরণ গ্রামের জাকির হুসেন ও লিলি খাতুনের একমাত্র কন্যা জন্মগ্রহণ করেছিল ২০২৪ সালের ২রা জানুয়ারি। শুক্রবার সেই দিনটিতেই বাড়ির ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ঐ শিশু কন্যার।স্থানীয় সূত্রে জানা গেছে, একতলা বাড়ির ছাদে খেলার বল নিয়ে খেলছিল জান্নাত। ছাদেই বসে ছিলেন বাবা জাকির হুসেন।খেলার বলটি ছাদ থেকে নিচে পড়ে যেতেই, বলটিকে দেখতে গিয়ে নিচে পড়ে যায় ওই শিশু কন্যা।