জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বড় সাফল্য পেলো।সোমবার দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ারের ACJM আদালতে একদিনেই চারটি আলাদা বন্যপ্রাণী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ৯ জনকে। বিভিন্ন সময়ে রুজু হওয়া এই চারটি মামলায় রায় পেয়ে খুশি বন দপ্তর। এই মামলাগুলিতে হগ ডিয়ারের শিং, জীবিত টোকয় গেকো, বার্কিং ডিয়ারের মাংস এবং একটি জীবিত প্যাঙ্গোলিনের অবৈধ বাণিজ্য ও দখলের ঘটনা জড়িত ছিল।