রতুয়ার ভাদো মাদ্রাসার উন্নতিকল্পে এক জমজমাট সারা রাত্রি ব্যাপি জলসা অনুষ্ঠান আয়োজিত হল। বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী চলাচল অনুষ্ঠান সময় সকালে সমাপ্তি হয়। রাতে জলসার অনুষ্ঠান পরিদর্শন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সকল প্রান্তের মানুষের সহযোগিতায় মাদ্রাসা আরো এগিয়ে যাক আরো সমৃদ্ধি হোক সেই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন বার্তা তুলে ধরেন ধর্মীয় প্রবক্তারা।