এলানিয়া শিবতলা রোড ফুলবাগান এলাকার বাসিন্দা প্রদীপ চ্যাটার্জী নামক যুবক শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়,খোঁজ পেতে পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়,সোমবার সকালে দেয়ারাপাড়া ঘাট রোডের একটি মাছের ভেড়ি থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করতেই যুবকের মা সরস্বতী চ্যাটার্জী খুনের অভিযোগ দায়ের করে,সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিতাই গোস্বামী ও সুকদেব দাস নামক ২যুবককে গ্রেফতার করে পুলিশ।