নলহাটি ১: নলহাটিতে আজ থেকে শুরু টোটো ধর্মঘট, রাস্তায় টোটো না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ
নলহাটিতে আজ থেকে শুরু টোটো ধর্মঘট, রাস্তায় টোটো না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সেই চিত্রই আজ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ধরা পড়লো আমাদের ক্যামেরায় নলহাটি রেলগেটে। বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন সহ পাঁচ দফা দাবিতে আজ এবং আগামীকাল দুদিন নলহাটিতে টোটো ধর্মঘটের ডাক দিয়েছে নলহাটির টোটো চালকরা, আজ সকাল থেকেই শুরু হয়েছে এই টোটো ধর্মঘট নলহাটিতে, নলহাটি শহরে চলছে না একটিও টোটো, রাস্তায় দেখা মিলছে না কোন টোটোর। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।