আজ বুধবার দুপুরে কয়লা পাচার মামলায় কলকাতায় হানা দেয় ইডি। তৃণমূলের সহযোগী সংস্থা iPac এর অফিস এবং সংস্থার মালিকের বাড়িতে হানা দেয় ed আধিকারিকেরা। এরই প্রতিবাদ তৃণমূলের। রাজ্যজুড়ে তৃণমূলের তরফে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি। সেখানেই আগুনে জ্বালানো হলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল।