দত্তপুকুর স্টেশনকে মডেল করার দাবি কংগ্রেস ও যাত্রী সমিতির, পরিদর্শন করলেন শিয়ালদা শাখার DRM দত্তপুকুর রেল স্টেশনকে একটি মডেল স্টেশনে উন্নীত করার জোরালো দাবি জানালো স্থানীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও দত্তপুকুর যাত্রী সমিতি। স্টেশনের সামগ্রিক উন্নয়ন এবং যাত্রী পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে এই দাবি তোলা হয়েছে। গত মাসেই দত্তপুকুর যাত্রী সমিতির পক্ষ থেকে স্টেশন মাস্টারকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মডেল স্টেশন, উন্নতমানের শৌচালয় নির্মাণ, তিন নম্বর প্