কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যের ধান ক্রয় করা সহ একাধিক দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। এই দিন চন্দ্রকোনারোড CPI(M) দলীয় কার্যালয় থেকে মিছিল বেড়িয়ে গোটা শহর পরিক্রমা করে। এই দিন এই মিছিলে কয়েকশো CPI(M) কর্মী সমর্থক পা মিলিয়েছেন।