মহুল্লা-কুলগাছি তিনমাথা মোড়ে AIMIM-র পথসভায় তৃণমূল ছেড়ে ৫০টি পরিবার যোগদান করলেন AIMIM। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আজ মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ বীরভূমের নলহাটি ১ ব্লকের পাইকপাড়া পঞ্চায়েতের মহুল্লা-কুলগাছি তিনমাথা মোড়ে একটি পথসভা করে AIMIM। আজকের এই পথসভায় ওই এলাকার প্রায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস দল ছেড়ে যোগদান করলো তাদের দল AIMIM, এমনটাই জানিয়েছেন AIMIM- র নলহাটি ১ ব্লক সভাপতি ওবায়দুর রহমান।