রবি মুন্ডা নামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। তার মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে রবিবার বিকেল চারটা নাগাদ এমনটাই জানা গেছে শামুকতলা থানার পুলিশ সূত্রে। রবিবার বেলা দুইটা নাগাদ তার মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। অভাবজনিত কারণে তিনি আত্মহত্যা করেছেন এমনটাই মনে করছেন তার পরিবারের সদস্যরা। তার বাড়ি মহাকাল গুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।