কয়েকদিন আগেই নতুন পুলিস সুপার হিসেবে আলিপুরদুয়ারের দায়িত্ব নিয়েছেন খণ্ডবহালে উমেশ গনপত।দায়িত্ব পেয়েই জেলার বিভিন্ন এলাকায় ঘিরে বেড়াচ্ছেন তিনি।রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমাই তিনি জেলার বিভিন্ন থানা পরিদর্শন করতে বের হন।এদিন সোনাপুর ফাঁড়ি সহ জেলার বিভিন্ন থানা ঘুরে দেখা শুরু করেছেন তিনি।