নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ।কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা।ঘটনার জেরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় গোঘাটের ভাদুর GP'র বাঘরবার্ড প্রাথমিক বিদ্যালয়ে।জানা গেছে,আমাদের পাড়া আমাদের সমাধানে ক্যাম্পে জানান দাবি অনুযায়ী স্কুলে শৌচালয় নির্মাণ শুরু হয়।অভিযোগ,নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে।অল্প আঘাতেই ভেঙে পড়ছে দেওয়ালের গাঁথনি।প্রতিবাদে কাজ বন্ধ করে দেয়।শাসক নেতাদের কাঠমানির অভিযোগ তুলেছেন BJP।পাল্টা জবাব গোঘাট-1 পঞ্চায়েত সমিতির সভাপতির।