মেদিনীপুর: টিফিনের ছুটি হতেই ছাত্রীরা বাথরুমে ঢুকে ছিল, প্রাথমিক বিদ্যালয়ের ওই বাথরুমে উদ্ধার বিষধর খরিস, ঘটনা গোপগড়ে
মেদিনীপুর শহর সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম থেকে উদ্ধার বিষধর খরিস। প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের ছুটি হতেই ছাত্রীরা বাথরুমে গিয়েছিল। বাথরুমে ঢুকেই দেখে বিষধর খরিস ফনা তুলে রয়েছে। আতঙ্কে ছুটে বেরিয়ে আসে ছাত্রীরা। শিক্ষিকারা জানতে পেরে বিষয়টি খবর দেয় সর্প উদ্ধারকারীদের। তারা এসে সাপটিকে উদ্ধার করে । আগে দেখে ফেলায় কোন দুর্ঘটনা ঘটেনি সৌভাগ্যবশত।