ইন্দফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির এডু-কানেক্ট বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের ট্যাব প্রদান করা হলো বুধবার,এইদিন গড়বেতার রসকুণ্ডুতে ২ জন ছাত্র-ছাত্রী এবং কেশপুরের ১ জন ছাত্রের হাতে ইন্দ্রফিল ইন্দফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে ট্যাব ও সার্টিফিকেট প্রদান করা হয়। ট্যাব তুলে দেন, মেদিনীপুর মহকুমা কৃষি আধিকারিক মৃণাল কান্তি মন্ডল ও রিজিওনাল সেলস ম্যানেজার ড: মৃত্যুঞ্জয় সিনহা প্রমূখ।