সবং ব্লকের খরপাড়া এলাকায় সত্য চরণ সিংহ নামে এক ব্যক্তির আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে তাকে বাবা বানিয়ে নকল ভোটার আধার বানালো কেশিয়াড়ির এক ব্যক্তি। এই খবর জানতে পারার পরে সবং থানায় মেইল মারপত অভিযোগ জানায় সত্য চরণ সিংহ। ইতিমধ্যেই অভিযোগ পাওয়ার পরে শুক্রবার থেকে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। জমি জায়গা কিনে দেওয়ার নামে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে কেশিয়াড়ীর ব্যক্তি তাজউদ্দিন নকল ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছি। তা জানতে পুলিশে অভিযোগ জানায়।