পেঁয়াজের জমিতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট, পাশাপাশি সরষে কেটে নেওয়ার অভিযোগ—হরিহরপাড়ায় চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত দিলালপুর এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে চরম ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। অভিযোগ, পেঁয়াজের জমিতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, পাশাপাশি সরষে খেতও কেটে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার দুপুরে জমিতে গিয়ে এমনই ভয়াবহ দৃশ্য দেখতে পান জমির মালিক সাদ্দাম মন্ডল। তিনি জানান, প্রায় ২২ কাঠা জমির পেঁয়াজ ক্ষেতে কীটনাশ