সোমবার দেয়ারাপাড়া ঘাট রোডে মাছের ভেড়ি থেকে এলানীয়াশিবতলা রোড ফুলবাগানের বাসিন্দা প্রদীপ চ্যাটার্জী(৩৬)এর দেহ উদ্ধার করে পুলিশ,সূত্রের খবর গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই যুবক,রবিবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়,আজ দুপুরে মৃত্যুর প্রকৃত কারণ জানতে যুবকের দেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ,পাশাপাশি ভেরির জলে ওই যুবকের দেহটি কিভাবে এলো সে বিষয়ে তদন্ত করছে পুলিশ,সামগ্রিক ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।