ইটাহার: গভীর রাতে নাম সংকীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্গাপুর সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই টোটোর পিছনে ধাক্কা লরির, জখম ৪
নাম সংকীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে যাত্রী বোঝাই টোটোর পিছনে ধাক্কা লরির। শুক্রবার গভীর রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম রা হলেন, অষ্টমী দাস, রায়মতি দাস, শতরঞ্জন দাস ও অভিমন্যু দাস। তাদের প্রত্যেকের বাড়ি ইটাহারের ভদ্রশিলা ও আঙারদিঘি গ্রামে। জানা গিয়েছে, এদিন একটি টোটোতে দুর্গাপুর থেকে নাম সংকীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় মালদহ মুখী একটি লরি তাদের টোটোর পিছনে ধাক্কা মারে।