তমলুক: তেঁতুলবেড়িয়াতে IOC র পাইপলাইন ফুটো হয়ে গড়িয়ে জলাভূমিতে অপরিশোধিত তেল,বালতি বালতি তেল সংগ্রহে পড়ে গেল হুড়োহুড়ি
পূর্ব মেদিনীপুর জেলার তেতুলবেড়িয়া তে আয়োসির পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল সেই তেল সংগ্রহের জন্য এলাকার মানুষজনের মধ্যে হুড়হুড়ি পড়ে যায় হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তেতুলবেড়িয়া তে স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়া কেমিক্যালসের কারখানাপাশ দিয়ে বয়ে গেছে আইওসির ক্রুড ওয়েলের একটি পাইপলাইন |সেই পাইপলাইন ফুটো হয়ে বিপত্তি ঘটে |ঘটনাস্থলে আইএফসি কর্তৃপক্ষ ভবানীপুর থানার পুলিশ |