মুরারই ২: মিএপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষা পুকুরে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো
আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকেলের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত মিএপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।বর্ষা পুকুরে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের বিশেষ বৈঠকে আলোচনা করা হলো। তৃণমূল কংগ্রেসের BLA2 রা,SIR কাজকর্ম ঠিকঠাক ভাবে করছেন কিনা সেইসব বিষয় সহ SIR বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন।