তুফানগঞ্জ ১: কদমতলা বাজার এলাকায় ১৪তম বছরের মাসান পূজা উপলক্ষে ৮ দিনব্যাপী মেলার আয়োজন
মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানান মেলা কমিটির সদস্য। জানা যায় প্রতিবছরের মত এ বছরও মাসান পূজা উপলক্ষে মেলার আসর বসেছে ভেলা পেটা কদমতলা এলাকায়। গত শনিবার মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী। আট দিনব্যাপী চলবে এই মেলা।