২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে জনসংযোগ শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ জানুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে তাঁর মেগা জনসভা। আর এই সভাকে কেন্দ্র করে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অন্দরে এখন সাজ সাজ রব। নেতা-কর্মীদের উদ্দীপনা বাড়াতে এবং সভার প্রচার তুঙ্গে নিয়ে যেতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন জেলা নেতৃত্ব— শহরজুড়ে শুরু হয়েছে আকর্ষণীয় ‘টেবলো প্রদর্শনী’।বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অন্যতম নেতা