বলরামপুর: ১৬দিন SIR এর কাজ শেষ করে প্রসংসা কুড়োলেন বলরামপুর ২৩৯/১৬৭বুথের BLO বিকাশ মণ্ডল
এস আই আর ঘোষণা হওয়ার ১৬ দিনের মধ্যেই সামগ্রিক কাজ শেষ করে সফলতার নজির গড়লো বলরামপুরের দড়বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ২৩৯/১৬৭ নং বুথের বিএলও তথা পেশায় শিক্ষক বিকাশ মণ্ডল।তাকে অভিনন্দন জানিয়েছেন বলরামপুর বিডিও সৌগত চৌধুরী।