বারাসাতে অঙ্গীকার যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জাগোনারী জাগো বহ্নিশিখা সংগঠনের সদ্যরা মহিলাদের আহবানে নারী মর্যাদা রক্ষার দাবি তুলে অঙ্গীকার যাত্রা নিয়ে আজ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করলেন বহ্নিশিখা সংগঠনের সদ্যরা