অবৈধভাবে ওভারলোড ৯ টি পাথর বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল প্রসাশন। ঘটনাটি বীরভূমের নলহাটিতে। আজ বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ নলহাটি নারকেলতলা বাস স্ট্যান্ড এলাকায় রামপুরহাট মহকুমা শাসক অশ্বিন বাবুসিং রাঠোর - র নেতৃত্বে নলহাটি থানার পুলিশ ও নলহাটি -১ ভূমি ও ভূমি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পাথর বোঝাই ৪টি ট্রাক্টর আটক করা হয়। এবং আজ দুপুর নাগাদ নলহাটির CADC মোর ও বাইপাস রাস্তা সহ নলহাটির বিভিন্ন এলাকায় ৫ টি ট্রাক্টার আটক করা হয়।