বর্ধমান ১: শ্রীশ্রী রাধা দামোদর জিউর বাৎসরিক মহোৎসব উপলক্ষে আড়াই হাজার দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হল রাজগঞ্জ এলাকায়
শ্রীশ্রী রাধা দামোদর জিউর বাৎসরিক মহোৎসব উপলক্ষে আড়াই হাজার দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হলো শনিবার সকাল ১১ টায়। গত বছর থেকে এই বস্ত্র বিতরণের অনুষ্ঠান শুরু হয়েছে বলে জানান ভক্তিপদ মহারাজ। তিনি আরো জানান আগামীকাল রবিবার রক্তদান শিবির ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও অপারেশনের ব্যবস্থা থাকবে লায়েন্স ক্লাবের পক্ষ থেকে। রাজগঞ্জের মোহন্ত স্থলে ১১ দিন ধরে ধর্মীয় নানান অনুষ্ঠান চলবে বলে জানাগেছে।