খণ্ডঘোষ: একাধিক মানুষজনের এনুমারেশন ফ্রম ফিলাপ করছেন বিধায়ক খণ্ডঘোষে
গোটা রাজ্য জুড়ে এস আই আর চলছে আর এস আই আর নিয়ে এনু মারেসন ফ্রম ফিলাপ করার জন্য সাধারণ মানুষেরা সমস্যায় পড়ছে। তার জন্যই ফর্ম ফিলাপের জন্য এগিয়ে আসলেন বিধায়ক। খণ্ডঘোষে সশঙ্গা পঞ্চায়েত এলাকায় একাধিক জনের ফরম ফিলাপ করে দিলেন তিনি বলে জানা গিয়েছে দিন।