হীরার ভিটা প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূলের কর্মসূচিতে BJP ছেড়ে তৃণমূলে যোগদান। শনিবার দুপুর ১টা নাগাদ এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী থেকে শুরু করে অনেকেই। সাবির সাহা চৌধুরী জানান এদিন ১০-১২ জন BJP কর্মী BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও এই যোগদান নিয়ে বিজেপির তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া মেলেনি।