আসানসোলের HLG মোড়ে অভিযান চালিয়ে ১৬কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১জন 16 কেজি গাঁজা সহ একজন কে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ লাকিব।শনিবার দুপুর ৩টায় আসানসোল উত্তর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের সেনরালে রোড HLG মোড়ে অভিযান চালিয়ে গাঁজা সহ একজনকে আটক করেছে।পুলিশ সূত্রে জানা যায় ঝাড়খণ্ড থেকে আসানসোল হয়ে মুর্শিদাবাদ বাস করে যাচ্ছিল।এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।