গড়বেতা ১: গড়বেতার খড়িকাশুলি জঙ্গলে প্রবেশ করেছে বড় একটি হাতির দল,মৃত্যু একজনের,সতর্কতা জারি বনদপ্তরের
শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের খড়িকাশুলির জঙ্গলে প্রবেশ করেছে ২০ থেকে ২৫ টি হাতির একটি বড় দল,তবে প্রবেশ করার পথে বাকাদহ রেঞ্জের কুড়চিডাঙ্গাতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে একজনের,যদিও সেই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, আর এই খবর ছড়িয়ে পড়তেই আগেভাগেই সতর্কতা জারি করেছে বনদপ্তর। অন্যদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।