খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘোগার কুটি এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক মিন্টু দাসের বাড়িতে যান সিরাজুল বাবু। তাকে আর্থিক সহায়তা করার পাশাপাশি উন্নত চিকিৎসা করারও আশ্বাস দিয়েছেন।। উল্লেখ্য গত দুর্গাপূজায় তৃতীয় দিনে ঘোগার কুটি কালিবাড়ি এলাকায় টোটো উল্টে মিন্টু দাসের চার খণ্ড হয়ে যায়। গুরুতর আহত ওই ব্যক্তিকে তুফানগঞ্জ হাসপাতালে আনলে সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানেই তার পায়ের দুটি অস্ত্র পচার সম্পন্ন হয়।