ছাতনা: ধান কাটতে গিয়ে এথানী এলাকার ধানজমি থেকে উদ্ধার ১৫ ফুট লম্বা বিশাল অজগর
ধান কাটার সময় আচমকাই নজরে পড়ে বিশাল নড়াচড়া। বাঁকুড়ার ছাতনার এথানী এলাকায় ধান জমি থেকে উদ্ধার হয় প্রায় ১৫ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের ইন্ডিয়ান রক পাইথন। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, সাপ দেখতে ভিড় জমে যায় চারপাশে। অনেকেই মোবাইলে ছবি–ভিডিও তুলতে শুরু করেন। খবর পেয়ে বনদপ্তর এসে দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর পাইথনটিকে গভীর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।