জলপাইগুড়ি: রায়পুর চা-বাগানে স্ত্রীকে খুন করে দুই নাবালক সন্তানকে বন্দি করল স্বামী, বাচ্চাদের উদ্ধার করলেন তৃণমূল নেতা
স্ত্রী কে খুন করে দুই নাবালক ছেলে মেয়েকে বন্দি করলো স্বামী।বুধবার সকালে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে ঘটনা টি ঘটেছে। বাগানের বাসিন্দা অজয় মুন্ডা এদিন সকালে নিজের স্ত্রী কুসুম মুন্ডা কে খুন করে দুই নাবালক সন্তানের গলায় দা ঠেকিয়ে ঘর বন্দি করে রাখে।প্রায় চার ঘন্টা পর এদিন বিকেলে আটক অভিযুক্ত। উদ্ধার হলো স্ত্রীর দেহ। প্রাক্তন প্রধান কৃষ্ণ দাসের চেষ্টায় আটক দুই শিশু সন্তানকেও উদ্ধার করে পুলিশ।