বড় চৌকির বস এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় তার বিঘা জমির পোয়ালের পুঁজি। এমনটাই দেখা গেল রবিবার বেলা এগারটা নাগাদ ওই এলাকায় গিয়ে। একদিকে সন্ধ্যা হতেই ভোল্টেজ থাকে না । এর পর দুটি তারের সংঘর্ষের ফলে আগুনের ফুলকি থেকে এই আগুন লাগে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা শিবরাজ মাহাতো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সোয়াদ পুড়ে যাওয়ার দরুন।