বিবেকানন্দের জন্মজয়ন্তীতে জনসেবায় ব্রতী দত্তপুকুর বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতি: রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন যথাযোগ্য মর্যাদায় ও সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করল দত্তপুকুর বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতি। একইসঙ্গে ক্লাবটি তাদের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করেছে। সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ১৯৯৪ সালের ১২ই জানুয়ারি, স্বামীজীর আদর্শকে পাথেয় করে এই ক্লাবের পথচলা শুরু হয়েছিল।