বারুইপুর: বারুইপুরে সাপের কামড়ো বৃদ্ধার
সাপের দংশনের মৃত্যু হল এক বৃদ্ধার। সাপের দংশনের মৃত্যু হল এক বৃদ্ধার।, মৃত-বৃদ্ধার নাম মায়া হালদার। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত মাধবপুর ইন্দ্র পালl এলাকায়। পরিবারের শুধরে খবর পহেলা ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার দিন মাঠে পাতা আনতে গিয়েছিল তখন একটি চন্দ্রবোড়া সাপ তার পায়ে কামড় দেয়। তার পরিবারের লোকেরা জানতে পারলে তড়িঘড়ি মায়া দেবীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা চলে রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। বারু