আগে ব্রীজ, পরে ভোট। এই স্লোগানকে সামনে রেখে নদীতে নেমে ব্যানার, প্ল্যাকার্ড হাতে ইটাহারের মারনাই সুই নদীর ঘাটে বিক্ষোভে সামিল হলেন নদীর দু'পারের শতাধিক বাসিন্দা। মারনাইয়ে সুই নদীর উপরে স্থায়ী কংক্রিট ব্রীজ নির্মণের দীর্ঘদিনের দাবি পূরণে শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। তাই এবার ব্রীজ নির্মাণ না হলে ভোট বয়কটের হুশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। বাম সরকারের আমল থেকে এখানে কংক্রিট ব্রীজ নির্মাণের দাবি নদীর দু'পারে বাসিন্দাদের।