রঘুনাথপুর ১: রুকনি গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য,দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ রুকনি গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল। মৃত ঐ যুবকের নাম কালাচাঁদ সরকার। তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত রুকনি গ্রামে। স্হানীয় সূত্রে জানা যায়,কালাচাঁদ আসানসোল-বার্ণপুর এলাকার একটি ইস্পাত কারখানায় শ্রমিকের কাজ করত।সম্প্রতি সে বাড়ি এসেছিল।বৃহস্পতিবার সকালে পরিবারের আত্মীয়রা ও প্রতিবেশিরা তাকে তার বাড়ির পেছনে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্হায় ঝুলতে দেখে পুলিশে খবর জানায়।