তেহট্ট ১: বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজ মাঠে অনুষ্ঠিত হল, পৌষ কালী পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
শনিবার সকাল ১১ টার সময় থেকে বেতাই বাজার পোস্টকালী পূজা কমিটি ও বেমাগারের উদ্যোগে, বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজ মাঠে শুরু হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার সকাল 11 টার সময় থেকে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে পৌষকালী পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি শুরু হয়েছে এবং চলবে বিকেল তিনটের সময় পর্যন্ত।