আজ বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যে ছটা নাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া শহরে চোখে পড়ল বড়দিনের উৎসবের আনন্দঘন পরিবেশ গোটা শহর সেজে উঠেছে রঙিন আলোয় পথে পথে দেখা মিলছে স্যান্টাক্লজের। বড়দিন উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন মানুষজন কেউ আলো-সাজ দেখতে কেউ আবার কেকের দোকানে গিয়ে কেক কিনে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন সাঁইথিয়ায় বড়দিন যেন এক আনন্দের মিলনম