মঙ্গলবার কোচবিহারে জনসভা করতে আসেন তৃণমূলের সেকেন্ড এন কমান্ড সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন দুপুরে তিনি কোচবিহার এভেনসিল কলেজ ময়দানে অস্থায়ী হেলিপ্যাড হেলিকপ্টারে করে অবতরণ করেন এবং সেখান থেকে তিনি যান মদনমোহন মন্দিরে। সেখানে তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে পূজো দেন। উপস্থিত ছিলেন তৃণমূলের কাউন্সিলর। এখান থেকেই তিনি সোজা চলে যান জনসভাস্থলে।