ভাঙড় ১: লাঠিতে ভর করে,শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও রক্তদান করলেন বোদরার এক সহৃদয়বান ব্যক্তি
আজ অর্থাৎ রবিবার বেলা এগারোটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরের তত্ত্বাবধানে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। যেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে মহিলাদের সংখ্যা ছিল সর্বাধিক। শুধু তাই নয় এক শারীরিক দিক থেকে অক্ষম এক ব্যক্তি লাঠির উপর ভর করে নিজের অমূল্য রক্ত দান করলেন মানব সেবার তাগিদে।