রঘুনাথপুর ২: কেন্দ্রের শ্রমিক বিরোধী সমকোডের বিরুদ্ধে পুরুলিয়ার BCW তে সিটুর প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ
কেন্দ্রের শ্রমিক বিরোধী সমকোডের বিরুদ্ধে শনিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত নির্মীয়মাণ নতুন ভোজুডি কোল ওয়াসারি ও পুরাতন কোল ওয়াসারির মূল গেটে সিটু সমর্থিত শ্রমিকেরা ও অন্যান্য শ্রমিক সংগঠনগুলি একত্রিতভাবে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাল। সিটু নেতা দীপক মাহাত জানান,কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী যে চারটি সমকোড তা বাতিল করার জন্যই এদিন BCWতে তাদের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।