রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর অঞ্চলের নন্দকুমারপুর জয় কৃষ্ণপুর মিলন সংঘের উদ্যোগে সারদা মায়ের ১৭৩ বৎসর তিথি পূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গড়িয়া গোলপার্কের রামকৃষ্ণ মিশনের মহারাজ ও মিলন সংঘের সমস্ত সদস্যরা, পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ রবিবার বিকাল চারটে কুড়ি মিনিট নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন মিলন সংঘের সেক্রেটারি চলুন শুনে নেওয়া যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিক কি বললেন।