চোপড়া: অতিরিক্ত কাজের চাপে দুর্ঘটনায় জখম BLO, তবু থেমে নেই দায়িত্ব পালনে
অতিরিক্ত কাজের চাপে দুর্ঘটনায় জখম BLO, তবু থেমে নেই দায়িত্ব পালনে SIR আবহে রাজ্যজুড়ে যখন অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই চোপড়ার লালুগছের এক BLO–র অদম্য মানসিকতার দৃশ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। লালুগছ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ৪৫ নম্বর বুথের BLO প্রাণগোপাল দাস গুরুতর জখম অবস্থায় হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতেই করে চলেছেন ভোটসংক্রান্ত দায়িত্বের কাজ। স্থানীয়রা জানিয়েছেন—এ এক লড়াকু মানসিকতার নজির, যাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। প্রাণগ